বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রীরা পবিত্র কোরআন খতম করেন। পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজনে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোজাম্মেল হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহাম্মদ আব্দুল করিম । উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের জন্য দোয়া করা হয় । পাশাপাশি করোনা মহামারী থেকে হেফাজতের জন্য দোয়া করা হয় । সর্বোপরি অত্র মাদ্রাসার মাননীয় সভাপতি মহোদয় এবং অন্যান্য ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে জাতীয় শোক দিবস - ২০২০ উপলক্ষে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আমার মুজিব শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় । ৩ বিভাগ থেকে - ক বিভাগে আয়েশা খাতুন নবনী প্রথম হয়। খ বিভাগ থেকে রিচি হাসান রিয়া প্রথম হন এবং গ বিভাগ থেকে সাদিয়া সুলতানা কানিজ প্রথম স্থান অধিকার করে।