Ø                                                                                                                             আমাদের অর্জন :

)      ২০১৪ সালে ২জন শিক্ষার্থী মেডিকেল কলেজে (রাজশাহী কুষ্টিয়া) কলেজে ভর্তির

    সুযোগ লাভ।

)     ২০১৫ সালে ৩জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর পদক লাভ।

)     ২০১৬ সালে ১জন শিক্ষার্থী (হেফজখানা) মহামান্য রাষ্ট্রপতির পদক লাভ।

)     ২০১৭ সালে ১জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর পদক লাভ

)     ২০১৭ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি ও জাতীয় রচনা

                প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ১ম স্থান লাভ করে পদকপ্রাপ্ত (অধ্যক্ষ মহোদয়)।

)     ২০১৮ সালে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ

               শ্রেণি শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন।   

)     ২০১৯ সালে ১জন শিক্ষার্থী ফরিদপুর মেডিকেল এবং ১জন শিক্ষার্থী ইবরাহীম

                মেডিকেল, ঢাকা য় এমবিবিএস ১ম বর্ষে অধ্যয়নরত।

)     ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিভাগীয় পর্যায়ে

              (খুলনা) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হয়ে পদকপ্রাপ্ত হন ।

৯)     ২০২০ সালে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী

               উদযাপন ও ঐতিহাসিক ৬দফা দিবস অনুষ্ঠিত উপলক্ষে অনলাইন কুইজ

               প্রতিযোগিতায় ৮ম শ্রেণির ছাত্রী তৈয়বা তাসনীম বিজয়ী হয়ে (ভার্চুয়াল

               অনুষ্ঠানের  মাধ্যমে) প্রধান অতিথি , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

       মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরষ্কার (১০,০০০/=) ও সনদ গ্রহণ।