আজ ২৭ই আগস্ট , বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার বৃত্তির গেজেট প্রকাশিত হয়েছে। বরাবরের মতো কুষ্টিয়া জেলায় আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসা শীর্ষে অবস্থান করছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, কুষ্টিয়া জেলায় মাদ্রাসা কেন্দ্রে ২জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে। তারা ঐতিহ্যবাহী আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার ছাত্রী।ইতোপূর্বে দাখিল পরীক্ষায় প্রকাশিত ফলাফলে ৮জন A+ সহ ৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া জেলার মাদ্রাসার ক্ষেত্রে শীর্ষ স্থান অধিকার করেছে। আর এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে অত্র মাদ্রাসার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউল ইসলামের সহযোগিতা ও পরামর্শে।মাদ্রাসার পক্ষ থেকে মাননীয় সভাপতি মহোদয় ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সকল সদস্যসহ কুষ্টিয়াবাসীকে আন্তরিক মোবারকবাদ।