এ বছরের দাখিল পর্যায়ে বৃত্তির আমাদের মাদ্রাসার ফলাফল

এ বছরের দাখিল পর্যায়ে বৃত্তির আমাদের মাদ্রাসার ফলাফল

 


আজ ২৭ই আগস্ট , বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার বৃত্তির গেজেট প্রকাশিত হয়েছে। বরাবরের মতো কুষ্টিয়া জেলায় আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসা শীর্ষে অবস্থান করছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, কুষ্টিয়া জেলায় মাদ্রাসা কেন্দ্রে ২জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে। তারা ঐতিহ্যবাহী আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার ছাত্রী।ইতোপূর্বে দাখিল পরীক্ষায় প্রকাশিত ফলাফলে ৮জন A+ সহ ৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া জেলার মাদ্রাসার ক্ষেত্রে শীর্ষ স্থান অধিকার করেছে। আর এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে অত্র মাদ্রাসার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউল ইসলামের সহযোগিতা ও পরামর্শে।মাদ্রাসার পক্ষ থেকে মাননীয় সভাপতি মহোদয় ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সকল সদস্যসহ কুষ্টিয়াবাসীকে আন্তরিক মোবারকবাদ।


প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদকপ্রাপ্ত

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদকপ্রাপ্ত


 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে (ভার্চুয়াল) পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । এর ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা থেকে আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী, হাফেজা তৈয়বা তাসনিম ৩৬ তম স্থান অধিকার করে কুষ্টিয়াবাসীর মুখ উজ্জ্বল করেন। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে প্রধানমন্ত্রীর দেয় সনদপত্র ও পুরস্কার হিসেবে ১০০০০ টাকা গ্রহণ করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার সম্মানিত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব সদর উদ্দিন খান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শাখা, জনাব মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শাখা ও পুলিশ সুপারের প্রতিনিধি এবং উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, জনাব মোঃ আতাউর রহমানসহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ,সহকারি মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার ও সাংবাদিক বন্ধুরা। উল্লেখ করা যেতে পারে যে, হাফেজা তৈয়বা তাসনিম এর পিতা মাওলানা আবু তৈয়ব মো. ইউনুস আলী, কুষ্টিয়া জেলা স্কুলের সম্মানিত শিক্ষক, মাতা মোছা: শাহানারা খাতুন, কুষ্টিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এর সম্মানিত শিক্ষিকা।

 





বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রীরা পবিত্র কোরআন খতম করেন। পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজনে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোজাম্মেল হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহাম্মদ আব্দুল করিম । উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের জন্য দোয়া করা হয় । পাশাপাশি করোনা মহামারী থেকে হেফাজতের জন্য দোয়া করা হয় । সর্বোপরি অত্র মাদ্রাসার মাননীয় সভাপতি মহোদয় এবং অন্যান্য ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে জাতীয় শোক দিবস - ২০২০ উপলক্ষে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আমার মুজিব শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় । ৩ বিভাগ থেকে - ক বিভাগে আয়েশা খাতুন নবনী প্রথম হয়। খ বিভাগ থেকে রিচি হাসান রিয়া প্রথম হন এবং গ বিভাগ থেকে সাদিয়া সুলতানা কানিজ প্রথম স্থান অধিকার করে।


 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী - শোক দিবস ২০২০ পালন উপলক্ষে ঐতিহ্যবাহী আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসায় নিন্মোক্ত কর্মসূচী গ্রহণ করা হয়েছে :

১। সূর্যদোয়ের সাথে সাথে নতুন পতাকা অর্ধনমীত রাখা।
২। অত্র মাদ্রাসার হেফজখানার ছাত্রীদের মাঝে পবিত্র কুরআন
খতম করা।
৩। আমার মুজিব শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করা
হয়েছে।
৪। শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন
করা হয়েছে।


২০১৮-২০১৯ অর্থবছরে অত্র মাদ্রাসা থেকে সরকারি মেধা তালিকায় যে সমস্ত শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, তাদের বৃত্তি অত্র মাদ্রাসার মান্যবর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কুুষ্টিয়া জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব রবিউল ইসলাম এর নির্দেশনায় মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহা: আব্দুল করিমের সভাপতিত্বে শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, মাওলানা মো: রেজাউল করিম,আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক, বিএসসি মো. আব্দুল কাদের।